7th JUSC National Math Olympiad 2020
“গণিতে নেই ভয়, গণিতেই বিশ্বজয়”
৭ম জেইউএসসি জাতীয় গণিত অলিম্পিয়াড ২০২০
পরীক্ষার্থীদের জন্য নির্দেশনাবলি
পরীক্ষার জন্য যা যা লাগবেঃ
- ১. ভালো গতির ইন্টারনেট কানেকশন (Wifi অথবা ন্যূনতম 3G কানেকশন),
- ২. ইন্টারনেট ব্রাউজার (Recommended: Chrome, Microsoft Edge, Firefox),
- ৩. ইমেইলের মাধ্যমে পাঠানো Student ID.
যেসব বিষয় অবশ্যই সতর্কতার সাথে লক্ষ্য করতে হবেঃ
- ইন্টারনেট সংযুক্ত যেকোনো ডিভাইসে (মোবাইল/কম্পিউটার/ট্যাবলেট) পরীক্ষা দেওয়া যাবে।
- পরীক্ষার জন্য নির্ধারিত সময়ে ভিজিট করুন http://exam.juscbd.org এবং আপনার ক্যাটেগরি অনুযায়ী লিংকে ক্লিক
করুন।পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগ পর্যন্ত লিংক কাজ করবেনা।
- সফল ভাবে লিংকে প্রবেশ করার পর পরীক্ষার নাম সহ আপনার ক্যাটাগরির নাম দেখতে পাবেন।
- ক্যাটেগরি ঠিক থাকলে “Enter your Student ID” এই ঘরে আপনার ইমেইল এ প্রাপ্ত Student ID দিন এবং
Start বাটন প্রেস করে পরীক্ষায় প্রবেশ করুন। যদি ক্যাটাগরিজনিত কারণে প্রবেশ করতে সমস্যা হয় তবে 01844 600471-5 নম্বরে জানাবেন।
- পরীক্ষায় প্রবেশ করার পর আপনি পরীক্ষা সম্পর্কিত নির্দেশনাবলী দেখতে পারবেন। নির্দেশনা এবং
সতর্কতাগুলো ভালোভাবে পড়ুন। পড়া শেষ হলে Continue প্রেস করুন।
- Continue বাটন প্রেস করার পর আপনি প্রশ্ন দেখতে পাবেন এবং নিচে সর্বমোট পরীক্ষার সময় কাউন্টডাউন
দেখতে পাবেন। প্রশ্ন একটি একটি করে আসবে।
- প্রতিটি প্রশ্নের উত্তর দেয়া হলে Submit চাপুন, কোনভাবেই আগের প্রশ্নে ফিরে যাওয়া যাবে না।
- কতগুলো আইটেমের উত্তর দিয়েছেন আর সামনে কতগুলো আইটেম আসবে এবং সময় কতটা বাকি তা সবসময় দেখা যাবে
।
- পরীক্ষার সময় সবার জন্য একসাথে শুরু হয়ে একসাথে শেষ হবে; কে কখন শুরু করলেন তার উপর নির্ভর করবে
না । এক্ষেত্রে অন্যান্যদের ঘড়ির সময়ও ভিন্ন হতে পারে, সেক্ষেত্রে আমাদের এক্সাম সার্ভারের সময়টিই
স্ট্যান্ডার্ড বলে গণ্য হবে।
- কোনো পরিক্ষার্থী কেবলমাত্র একবারই পরীক্ষায় অংশ নিতে পারবে। আর সেজন্য, পরীক্ষা চলাকালীন সময়ে
ব্রাউজারটি বন্ধ করা অথবা ব্রাউজার থেকে ব্যাক বাটনে প্রেস করা কিংবা ব্রাউজারটি রিফ্রেশ/রিলোড করা
যাবেনা।
- সব উত্তর দেওয়ার আগে সময় শেষ হয়ে গেলে যতটুকু উত্তর দিতে পেরেছেন তা স্বয়ংক্রিভাবে সিস্টেমে জমা
হবে, কিন্তু সেক্ষেত্রে ইন্টারনেট কানেকশন সচল থাকতে হবে।
- পরীক্ষার মধ্যবর্তী সময়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে, চেষ্টা করুন পুনরায় ইন্টারনেট এ
সংযুক্ত হওয়ার(যেমন WiFi সংযোগ বিচ্ছন্ন হলে Mobile Data চালু করা) । এক্ষেত্রে কোনভাবেই আপনার
ব্রাউজার রিফ্রেশ/রিলোড করবেন না।
- নিরবিচ্ছিন্নভাবে পরীক্ষা দেয়ার জন্য আপনার ব্রাউজার আপডেট করা থাকতে হবে।
যেসব বিষয় অবশ্যই সতর্কতার সাথে লক্ষ্য করতে হবেঃ
- সর্বমোট ৫০ নম্বরের পরীক্ষা হবে এবং সর্বমোট ৪০ মিনিট সময় পাওয়া যাবে। প্রতিটি প্রশ্নের জন্য আলাদা
নম্বর থাকতে পারে।
- যদি দুই বা তার বেশি পরিক্ষার্থী পরীক্ষায় একই নম্বর পায় তবে তাদের উত্তর সাবমিট করার সময়ের উপর
ভিত্তি করে তাদের মেধা তালিকা তৈরি করা হবে। সেক্ষেত্রে যে পরিক্ষার্থী কম সময়ে সাবমিট করবে তার
অবস্থান মেধা তালিকায় আগে থাকবে। আবার যদি এমন হয় দুইজন পরিক্ষার্থীর নম্বর ও উত্তর সাবমিট করার সময়
একই, তখন তাদের অবস্থান মেধা তালিকায় একই থাকবে অর্থাৎ তারা যুগ্মভাবে মেধা তালিকায় অবস্থান করবে।
- প্রতি ক্যাটেগরিতে প্রথম ৫০ জনকে ২য় রাউন্ডের জন্য নির্বাচন করা হবে। এই ৫০ জনকে অবশ্যই ২য় রাউন্ডে
অংশগ্রহণ করার জন্য আমাদের দেয়া ফরমের মাধ্যমে স্কুল/কলেজের আইডি কার্ড, সদ্য তোলা পাসপোর্ট সাইজের
ছবি, জন্ম নিবন্ধন সনদের স্ক্যান কপি আপলোড করতে হবে। কেউ এসকল কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে তার
ফলাফল বাতিল বলে গণ্য হবে। (কারো স্কুল কলেজের আইডি কার্ড না থাকলে যেকোন পাবলিক পরীক্ষার
যেমন-PSC,JSC,SSC এর এডমিট কার্ড/সনদ/ট্রান্সক্রিপ্টের স্ক্যান কপি আপলোড করতে হবে। )
- যারা দ্বিতীয় রাউন্ডের জন্য নির্বাচিত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে। এবং ফলাফল আমাদের
ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই লিংকে (http://exam.juscbd.org/result.html) ক্লিক করে ফলাফল জানা যাবে।
পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীদের জন্য নিরবিচ্ছিন্নভাবে সযোগিতা করবে আমাদের আইটি টিম। যেকোন
প্রয়োজনে যোগাযোগ- 01844 600471
জাকিরুল ইসলাম(কনভেনর)- 01844600473
তারেক আজিজ(সভাপতি)- 01767340350
মুস্তাফিজ সনেট(সেক্রেটারি)- 01740264376
শাকিল ইসলাম(কো-কনভেনর)- 01793395196
অনুপ সরকার(টেকনিক্যাল টিম)- 01609221282
ইমরান হোসেন(টেকনিক্যাল টিম)- 01820686667
৭ম জেইউএসসি জাতীয় গণিত অলিম্পিয়াডের ফেসবুক ইভেন্ট :
৭ম জেইউএসসি জাতীয় গণিত
অলিম্পিয়াড ফেসবুক ইভেন্ট
ফেসবুক পেইজ: https://facebook.com/juscbd
ওয়েব সাইট: https://juscbd.org
যেসব বিষয় অবশ্যই সতর্কতার সাথে লক্ষ্য করতে হবেঃ
- কোনভাবেই একাধিক ডিভাইস দিয়ে পরীক্ষায় লগইন করা যাবে না।
- পরীক্ষা চলাকালীন সময়ে কোনভাবেই ব্রাউজার/মোবাইলের ব্যাক বাটন প্রেস করা, ব্রাউজার রিফ্রেশ করা বা
রিলোড করা যাবে না। এগুলো করলে সাথে সাথেই আপনার পরীক্ষা বাতিল হয়ে যাবে। যদি ইন্টারনেট সংযোগ
বিচ্ছিন হয়ে যায় তাহলে রিলোড/রিফ্রেশ বাটন না চেপে নতুনভাবে ওয়াইফাই/মোবাইল ডাটা সংযোগ দেয়ার চেষ্টা
করুন।
- আমাদের স্মার্ট সিস্টেম অসদূপায় সনাক্ত করতে পারে, যেমন: পরীক্ষা চলাকালীন সময়ে নতুন ট্যাব/উইন্ডো
ওপেন করা বা প্রশ্ন সম্বন্ধীয় কোন কিছু সার্চ করা, কোন লেখা কপি করার চেষ্টা করা, স্ত্রিনশট নেওয়ার
চেষ্টা করা, পরীক্ষার সাইট বাদে অনলাইনে বা অফলাইনে কিছু দেখা বা খোঁজা, ইচ্ছাকৃতভাবে সংযোগ
বিচ্ছিন্ন করা, একই সাথে একাধিক ডিভাইস থেকে একই অ্যাকাউন্টে লগইন করার চেষ্টা করা, সাইটের সোর্স
কোড খোঁজা ইত্যাদি।
- অসদূপায় অবলম্বন করার চেষ্টা করলে আপনার পরীক্ষাটি বাতিল হতে পারে।
Organized By-
Jahangirnagar University Science Club